
: স্পোর্টস রিপোর্টার : পয়েন্ট তালিকায় সৃষ্টি স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ১৫, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ১৩। দুই দলেরই শেষ খেলা। চ্যাম্পিয়ন হতে ইয়ুথের জয়ের কোন বিকল্প না থাকলেও, সৃষ্টির ড্র বা জয়ী হলেই জিতবে শিরোপা। এই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে সংশ্লিস্ট ক্লাব কর্মকর্তা, খেলোয়াড় ও ক্রীড়ামোদিদের মধ্যে।
শিরোপায় চোখ রাখা কাকতালীয়ভাবে লীগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুইদল। দুপুর ২টায় রাঙামাটি স্টেডিয়ামে সৃষ্টি ও ইয়ুথের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামছে বঙ্গবন্ধু দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের।
রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অায়োজনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দীপংকর তালুকদার, এমপি।
গত ১৩ নভেম্বর জেলা শহরের ১৬টি দল নিয়ে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের লীগ অায়োজন করা হয়েছে।