২য় বিভা‌গ জি‌তে ১ম বিভা‌গে ইয়থ স্পো‌র্টিং ক্লাব

296
Advertisement
‌: দীপ্ত হান্নান : রাঙামা‌টি‌তে অনু‌ষ্ঠিত বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল লী‌গের শি‌রোপা জি‌তে‌ছে ইয়থ স্পো‌র্টিং ক্লাব।
র‌বিবার বি‌কে‌লে রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে লী‌গের শেষ খেলায় সৃ‌ষ্টি স্পো‌র্টিং ক্লাবকে ৩-০‌ গো‌লে পরা‌জিত ক‌রে স‌র্বোচ্চ ১৬ প‌য়েন্ট নি‌য়ে অপরা‌জিত থে‌কে তারা এ গৌরব অর্জন ক‌রে। ‌দ্বিতীয় স্থা‌নে থাকা সৃ‌ষ্টির অ‌র্জিত প‌য়েন্ট ১৫। লীগ টে‌বি‌লের শীর্ষে থাকা এই দু‌টি দল প‌রেরবার প্রথম বিভাগে খেল‌বে।
রাঙামা‌টি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অা‌য়োজ‌নে প্র‌তি‌যো‌গিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্টা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন খাদ্য মন্ত্রনালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি, দীপংকর তালুকদার, এম‌পি।
‌জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপ‌তি‌ত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠা‌নে অন্য‌দের ম‌ধ্যে জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পু‌লিশ সুপার মীর মোদদাছছের হো‌সেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ( সদর সা‌র্কেল) তাপস রঞ্জন ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সা‌বেক সহ সভাপ‌তি হাজী মোঃ কামাল উ‌দ্দিন,  সুনীল কা‌ন্তি দে,  সাধারন সম্পাদক শ‌ফিউল অাজম উপ‌স্থিত ছি‌লেন।
গত ১৩ ন‌ভেম্বর জেলা শহ‌রের ১৬টি দল নি‌য়ে যাত্রা শুরু ক‌রে‌ বঙ্গবন্ধু দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশতবা‌র্ষিকী উপল‌ক্ষ্যে এবা‌রের দ্বিতীয় বিভাগ লীগ অা‌য়োজন করা হ‌য়ে‌ছে।