পু‌লি‌শের বিজয় দিবসের প্রীতি ভলিবল

385
Advertisement

: স্পোর্টস রি‌পোর্টার : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের অা‌য়োজ‌নে নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ)-মাঠে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে‌ছে।

শ‌নিবার অা‌য়ো‌জিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন মহোদয়।

বিশেষ ছিলেন পুনাক সভানেত্রী মিসেস আরফিন নাহার রোজি।

পরে পুলিশ ‍সুপার ও পুনাক সভানেত্রী খেলোয়াড়দেরকে পুরস্কৃত করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অহিদুর রহমান, পিপিএম, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোঃ আব্দুল আওয়াল চৌধুরী,সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আসাদুজ্জামানসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।