রাঙামাটি ছেড়েছে জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল

450
Advertisement

: স্পোর্টস রিপোর্টার : বয়স ভিত্তিক ক্রিকেটে অংশ নিতে রাঙামাটি ছেড়েছে জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে তারা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবার রাঙামাটি জেলা খেলবে নোয়াখালীর বেগমগঞ্জ ভেন্যুতে।

যাত্রাকালে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব মিথুল দেওয়ান, কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান তাদের বিদায় জানান।

এসময় দলের ক্ষুদে খেলোয়াড়রা যাতে ভালো খেলা উপহার দিয়ে সুনাম বয়ে আনতে পারে সেজন্য রাঙামাটিবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অনুর্ধ্ব-১৪ বয়স ভিত্তিক ক্রিকেটে নোয়াখালী ভেন্যুতে রাঙামাটি বি গ্রুপে তিনটি ম্যাচ খেলবে। বেগমগঞ্জ স্টেডিয়ামে তারা ৩১ ডিসেম্বর খেলবে চট্টগ্রামের বিরুদ্ধে। ৪ ও ৬ জানুয়ারী খেলবে গ্রুপের অন্য দুটি দল ব্রাক্ষনবাড়িয়া ও ফেনীর সাথে।

এই ভেন্যুতে ‘এ’ গ্রুপে রয়েছে লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা ও খাগড়াছড়ি। ‘বি’ গ্রুপে রয়েছে নোয়াখালী, বান্দরবান ও কক্সবাজার। তিন গ্রুপ চ্যাম্পিয়নরা সেমিফাইনাল খেলবে। একটি দল রানরেটের ভিত্তিতে চতুর্থ দল হিসেবে সেমি খেলবে।

রাঙামাটি দলের হয়ে সফরে সাথে থাকছেন কোচ সাবেক ক্রিকেট শ্যামল ত্রিপুরা ও অফিসিয়াল আব্দুল করিম লালু।