রাঙামা‌টির কষ্টা‌র্জিত শুভসূচনা

331
Advertisement

‌: স্পোর্টস রি‌পোর্টার: পরাজ‌য়ের বৃ‌ত্তে ধুঁক‌তে থাকা ক্রি‌কে‌টে রাঙামা‌টিবাসী‌কে সুখবর এ‌নে দি‌য়ে‌ছে রাঙামা‌টি অনুর্ধ ১৮ ক্রি‌কেট দল। চট্টগ্রাম ম‌হিলা কম‌প্লেক্স ভেন্যু‌তে ক্রি‌কেট ব‌ো‌র্ডের বয়স ভি‌ত্তিক ক্রি‌কেটে লক্ষীপুর‌কে ১ উই‌কে‌টে হা‌রি‌য়ে নি‌জে‌দের প্রথমম্যা‌চে কস্টা‌র্জিত শুভসূচনা ক‌রে‌ছে রাঙামা‌টির কি‌শোররা।

এর অা‌গে ফেনী ভেন্যু‌তে অনু‌ষ্ঠিত ক্রি‌কেট বো‌র্ডের ব্যবস্থাপনায় অনুর্ধ ১৪ ক্রি‌কে‌টের তিন‌টি ম্যা‌চে লজ্জাজনকভা‌বে হে‌রে শুণ্যহা‌তে ফির‌তে হ‌য়ে‌ছিল রাঙামা‌টি‌কে। ওই ভেন্যু‌তে চ্যা‌ম্পিয়ন হ‌য়ে‌ছিল লক্ষীপুর অনুর্ধ ১৪ ক্রি‌কেট দল।

শ‌নিবার ম্যা‌চে ট‌সে জি‌তে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লক্ষীপুর। রাঙামা‌টির বোলার অা‌রিয়ান, অা‌বির ও রি‌দোয়া‌নের ‌বিধ্বং‌সি বো‌লিংয়ে ২৭ ওভা‌রে ১১৭ রান তু‌লে অলঅাউট হ‌য়ে যায় লক্ষীপুর। লক্ষীপু‌রের র‌াফিউল ইসলাম স‌র্বোচ্চ ৪৪ রান ক‌রেন। রাঙামা‌টির অা‌রিয়ান ৪ টি, অা‌বির ও রি‌দোয়ান ২টি ক‌রে উ‌ইকেট নেন।

জবা‌বে ব্যাটসম্যান‌দের ধীরগ‌তি ও নিয়‌মিত বির‌তি‌তে উই‌কেট পত‌নে ই‌নিং‌সের এ‌কেবা‌রে শে‌ষে গি‌য়ে মাত্র এক উই‌কে‌টের কস্টা‌র্জিত জয় তু‌লে নেয় রাঙামা‌টি। এই জয় তু‌লে নি‌তে রাঙামা‌টি‌কে হারা‌তে হ‌য়ে‌ছে ৯ উই‌কেট, খেল‌তে হ‌য়ে‌ছে ৪৪ ওভার পর্যন্ত। দ‌লের প‌ক্ষে হি‌মেল ৫৪ রান ক‌রে ম্যান অব দা ম্যাচ নির্বা‌চিত হন। লক্ষীপু‌রের ম‌নোয়ার ৩ উই‌কেট নেন।

দ‌লের সা‌থে ম্যা‌নেজার বেনু দত্ত ও কোচ মহি‌তোষ ‌দেওয়ান দা‌য়িত্ব পালন কর‌ছেন।