
: স্পোর্টস রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কে এম আলী রেজা শনিবার রাঙামাটিতে ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করেন। একইদিন বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় করেন।
এর আগে তাকে রাঙামাটি ডিস্ট্রিক ফুটবল একাডেমী, ডায়নামিক ফুটবল একাডেমী, রাঙামাটি ক্রিকেট একাডেমীর কর্মকর্তা-খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নেন। এসময় যুগ্ম সচিব কে এম আলী রেজা সদর উপজেলা ক্রীড়া সংস্থা, ফুটবল একাডেমীর কর্মকর্তাদের হাতে সৌজন্য উপহার হিসেবে ফুটবল তুলে দেন।
পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলার ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগ্ম-সচিব কে এম আলী রেজা সহযোগিতার আশ্বাস দেন।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সহ সাধারণ সম্পাদক রতন বড়ুয়া, সদস্য আহমেদ হুমায়ুন কবির, মোঃ ফজলুর রশিদ সেলিম, প্রদীপ বড়ুয়া, নাছির উদ্দিন সোহেল, বেনু দত্ত, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, সাবেক জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা উপস্থিত ছিলেন।