
: স্পোর্টস রিপোর্টার : তরুন খেলোয়াড় মাহফুজের অলরাউন্ড নৈপুণ্যে শুভ সূচনা করেছে আগামী সংঘ। মঙ্গলবার রাঙামাটি মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় তারা বর্তমান চ্যাম্পিয়ন অভিলাষ ক্রিকেট ক্লাবকে দুই উইকেটে হারিয়েছে। মাহফুজ ম্যাচে ৩ উইকেট ও ১১ রান নিয়েছেন।
সকালে টসে জিতে অভিলাষ ক্রিকেট ক্লাব ৩২ ওভারে ১১৬ রান সংগ্রহ করে অলঅাউট হয়ে যায়। লেথাম সর্বোচ্চ ১৫ রান করেন। প্রতিপক্ষের মাহফুজ নেন ৩টি উইকেট।
জবাবে ৩৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অাগামী সংঘ। দলের হয়ে শাওন ২৮, বায়েজিদ ২১, মাহফুজ ১১ রান করেন। বিজীত দলের সোহাগ, লেথাম এবং ওবায়দুল ২টি করে উইকেট নেন।
বল হাতে তিন উইকেট ও ব্যাট হাতে ১১ রান নিয়ে দলের জয়ে ভুমিকা রাখায় বিজয়ী দলের মাহফুজ ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
ম্যাচে আম্পায়ার ছিলেন মোঃ হাসান ও অমিত দেওয়ান। ম্যাচ কমিশনার ছিলেন বেনু দত্ত।