প্র‌তিভাবান ‌খে‌লোয়াড় সৃ‌ষ্টি‌তে প্র‌শিক্ষনের বিকল্প নেই : নি‌খিল কুমার চাকমা

275
Advertisement

: স্পোর্টস রি‌পোর্টার : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের চেয়ারম্যান নি‌খিল কুমার চাকমা ব‌লে‌ছেন, প্র‌তিভাবান খে‌লোয়াড় সৃ‌ষ্টি কর‌তে হ‌লে প্র‌শিক্ষ‌নের বিকল্প নেই। শুধু প্র‌তি‌যো‌গিতা আয়োজ‌নে ব্যস্ত না থে‌কে খেলার বি‌ভিন্ন ই‌ভে‌ন্টে প্রশিক্ষ‌নের উ‌দ্যোগ নি‌তে হ‌বে।

মঙ্গলবার সকা‌লে রাঙামা‌টি জেলা ক্রীড়া সংস্থা ও রাঙামা‌টি পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু পৌরসভা প্রথম বিভাগ ক্রি‌কেট লী‌গের উ‌দ্বোধন কর‌তে গি‌য়ে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

‌চেয়ারম্যান ‌নি‌খিল কুমার চাকমা ব‌লেন, প্র‌তি‌টি প্র‌তি‌যো‌গিতা থে‌কে ভাল খে‌লোয়াড় বাছাই ক‌রে প্র‌শিক্ষ‌নের উ‌দ্যোগ নি‌তে হবে। এ‌তে ক‌রে প্র‌তিভাবান খে‌লোয়াড় তৈ‌রি হ‌বে এবং সুনা‌মের সা‌থে জাতীয় ও আন্তর্জা‌তিক অঙ্গ‌ণে প্র‌তিভার স্বাক্ষর রাখ‌বে। এজন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সবধর‌ণের সহ‌যো‌গিতা ক‌রে যা‌বে ব‌লে আশ্বাস দেন তি‌নি।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে পৌর মেয়র ও ক্রি‌কেট উপ প‌রিষ‌দের আহবায়ক অাকবর হো‌সেন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন পু‌লিশ সুপার মীর মোদদাছ‌ছের হো‌সেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, ‌জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপ‌তি মামুনুর র‌শিদ মামুন, সাধারন সম্পাদক শ‌ফিউল অাজম প্রমূখ।

উ‌দ্বোধনী খেলায় বর্তমান চ্যা‌ম্পিয়ন অ‌ভিলাষ ক্রি‌কেট ক্লাব‌কে ২ উই‌কে‌টে হা‌রি‌য়ে আগামী সংঘ শুভসূচনা ক‌রে‌ছে। ম্যান অব দা ম্যাচ হ‌য়ে‌ছেন বিজয়ী দ‌লের মাহফুজ। তি‌নি ৩ উই‌কেট ও ১১ রান ক‌রে‌ছেন।