Advertisement

- : স্পোর্টস রিপোর্টার : তরুন ব্যাটসম্যান হিমেলের অর্ধশত রানের পরও হেরেছে সাউথ রাঙামাটি। বিপরীতে বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে প্রগতি সংঘ।
বুধবার রাঙামাটি মারী স্টেডিয়ামে সাউথ রাঙামাটির বিরুদ্ধে দুই উইকেটে জয় তুলে নেয় ক্লাবটি।
সকালে টসে জিতে প্রথমে ব্যাট নিয়ে ২০ ওভারে ১০৪ রান তুলে অলঅাউট হয়ে যায় সাউথ রাঙামাটি। দলের পক্ষে হিমেল চৌধুরী ৫৬ ও নুর হোসেন ১৩ রান করেন। প্রগতির ফরহাদ নেন ৪ উইকেট।
জবাবে তানভিরের ২০ রান ও রিতুল চাকমার ১২ রানের ওপর ভর করে ২৮ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেলেও প্রগতিকে ঘাম ঝড়াতে হয়েছে অনেক। বিজীত দলের সজিবুল ইসলাম নেন ৫ উইকেট। প্রগতির ফরহাদ ৪ উইকেট ও ৮ রান নিয়ে ম্যান অব দা ম্যাচ হন।
ম্যাচে অাম্পায়ার ছিলেন মোঃ হাসান উদ্দিন ও মোঃ হাসান। ম্যাচ কমিশনার ছিলেন সাইফুল ইসলাম রাসেদ।
বৃহস্পতিবারের ম্যাচ : প্রতিভা ক্রিকেট ক্লাব বনাম অামানতবাগ স্পোর্টিং ক্লাব ( ৯টা)।