
: স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগে বড় জয় পেয়েছে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব। শুক্রবার রাঙামাটি মারী স্টেডিয়ামে তারা রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবকে ১৭২ রানের ব্যবধানে পরাজিত করেছে।
লীগে নিজেদের প্রথম ম্যাচে এদিন সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব। দলের শাওনের ৬৩ ও সেতুর ৪৪ রানের ওপর ভর করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রানের টার্গেট দেয় তারা। প্রতিপক্ষের অাজাদ নেন ৩ উইকেট।
জবাবে ২০ ওভারে ৭৬ রান তুলে অলঅাউট হয়ে যায় রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাব। দলের হয়ে অাজাদ সর্বোচ্চ ৩১ রান করেন। রফিক স্মৃতির লেমন ৪টি ও রাজিব ২টি উইকেট নেন।
৪ উইকেট ও ২৪ রান নিয়ে ম্যান অব দা ম্যাচ হন রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের লেমন।
ম্যাচ পরিচালনা করেন অাম্পায়ার মোঃ হাসান ও অমিত দেওয়ান। ম্যাচ কমিশনার ছিলেন নাছির উদ্দিন সোহেল।
শনিবারের ম্যাচ : অাগামী সংঘ বনাম রাঙামাটি ক্রিকেটার্স ( সকাল ৯টা)।