Advertisement

: স্পোর্টস রিপোর্টার : রাঙামাটি সদরে উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া শেষ হয়েছে।
সোমবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে অামিন।
এসময় তিনি বলেন, তৃনমুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়েরা এসব প্রতিযোগিতা থেকে উঠে অাসে। তারা পরবর্তীতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে নিজেদের ক্রীড়াসুলভ প্রতিভা দিয়ে সম্মান বয়ে অানে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নান উপস্থিত ছিলেন।
এদিন উপজেলা পর্যায়ে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।