প্যাট‌রিওটস স্পো‌র্টিং ক্লাবের ‌বর্ষপূর্তিতে দিনব্যাপী ক্রিকেট অনুাষ্ঠত

349
Advertisement

: ‌স্পোর্টস রি‌পোর্টার : প্যাট‌রিওটস স্পো‌র্টিং ক্লাবের বর্ষপূর্তিতে দিনব্যাপী ক্রিকেট টু‌র্ণা‌মেন্ট অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার ঢাকার ইন্দিরা রোড ক্লাব মাঠে অনু‌ষ্ঠিত টুর্ণা‌মে‌ন্টে চ্যা‌ম্পিয়ন হ‌য়ে‌ছে উত্তরা ইউনাই‌টেড।

তিন খেলার ম‌ধ্যে দুটি‌তে জয়ী হ‌য়ে নেট রান রে‌টে উত্তরা ইউনাই‌টেড চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে। রানার অাপ হন খুলনা টাইগার্স।

টুর্ণা‌মে‌ন্টের অন্যদু‌টি দল হ‌চ্ছে অা‌য়োজক প্যাট‌রিওটস স্পো‌র্টিং ক্লাব ও সুলতানস অফ মিরপুর।

অা‌য়োজক প্যাট‌রিওটস স্পো‌র্টিং ক্লাবের কর্মকর্তারা জানান, ক্লা‌বের বর্ষপু‌র্তি উপল‌ক্ষ্যে প্রথমবা‌রের মত এ টুর্ণা‌মেন্ট অা‌য়োজন করা হ‌য়ে‌ছে। প‌রেরবার থে‌কে অা‌রো জমকা‌লো অা‌য়োজ‌নে ও বে‌শি সংখ্যক দ‌লের অংশগ্রহ‌ণে টুর্ণা‌মেন্ট প‌রিচালনা করা হ‌বে।

প্রসঙ্গতঃ রাজধানী ঢাকার বু‌কে ৯৬/৯৮ ব্যাচের খেলা পাগল বন্ধুরা ফুটবল ও ক্রি‌কে‌টের নিয়‌মিত টুর্ণা‌মে‌ন্ট অা‌য়োজন ক‌রে থা‌কে। এ‌তে ঢাকাসহ সারা‌দে‌শের ৯৬/৯৮ ব্যা‌চের বন্ধুরা বি‌ভিন্ন ক্লা‌বের হ‌য়ে অংশগ্রহণ ক‌রে থা‌কে।