রাঙাম‌টি জেলা পু‌লি‌শের ব্যাড‌মিন্টন টুর্ণা‌মেন্ট সম্পন্ন

327
Advertisement

‌: স্পোর্টস রি‌পোর্টার : রাঙামা‌টি জেলা পু‌লি‌শের অা‌য়োজ‌নে শীতকালীন ব্যাড‌মিন্টন টুর্ণা‌মেন্ট সম্পন্ন হ‌য়ে‌ছে।

শ‌নিবার সন্ধ্যায় রাঙ্গামাটি নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মা‌ঠে অনু‌ষ্টিত টুর্ণা‌মে‌ন্টের ফাইনা‌লে রিজার্ভ অফিস ব্যাডমিন্টন টিম‌কে হা‌রি‌য়ে প‌ু‌লিশ অ‌ফিস ব্যাড‌মিন্টন টিম চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে।

পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্ছের হোসেন প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে বিজয়ী এবং বিজীত‌দের মা‌ঝে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন।

এসময় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।