Advertisement

: স্পোর্টস রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর আয়োজিত তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির ২০২১-২২ আওতায় বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জেলা পর্যায়ে ০৭ (সাত) দিনব্যাপী আবাসিক সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রধান অতিথি নাজমুন আরা সুলতানা বলেন, অধঃপতন থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সাঁতারসহ বিভিন্ন খেলাধূলার মানোন্নয়ন ঘটাতে হবে। সুস্থ শরীর ও সুস্থ মন নিয়ে গড়ে উঠার প্রয়াসে নিয়মিত খেলাধুলার চর্চ্চা করতে হবে।
গত ১৬ জুন এ সাতার প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধন হয়। এতে ৩০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে।