‘GOAT’ লেখা জার্সি পরে খেলবেন মেসি

93
Advertisement

:স্পোর্টস ডেস্ক :‘গ্রেটেস্ট অব অলটাইম’ সংক্ষেপে ইংরেজিতি যা ‘GOAT’ বলেই পরিচিত। বর্তমান ফুটবল বিশ্বের সেই অলিখিত ‘GOAT’ হচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বার্সেলোনায় ২০ বছর কাটানোর পর গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। পিএসজিতে যোগ দেওয়ার আগে ক্লাব ফুটবলে সম্ভব সব শিরোপা জিতেছিলেন মেসি।

আর্জেন্টিনার জার্সিতে শিরোপা খরার যে দুঃসময় চলছিল, সেটাও গত বছর কোপা আমেরিকা দিয়ে কেটে গেছে। গত বছর কোপার শিরোপা জেতার পর এই বছর ফাইনালিসিমার শিরোপাও নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন।

আসছে মৌসুমে দলের এই মহাতারকাকে সম্মান জানানোর লক্ষ্যে দারুণ এক উদ্যোগ নিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এই তারকা ফুটবলারকে সম্মান জানাতে মেসির জার্সিতে ‘GOAT’ লিখেছে ক্লাব কর্তৃপক্ষ। মেসির জার্সির হাতায় লেখা থাকবে

‘গ্রেটেস্ট অব অলটাইম’-এর সংক্ষিপ্ত রুপ ‘GOAT’.