
:স্পোর্টস রিপোর্টার, খাগড়াছড়ি : ৭ম খাগড়াছড়ি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খাগড়াছড়ি সদরকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মানিকছড়ি উপজেলা।
সোমবার বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মানিকছড়ি ট্রাইবেকারে ৩-২ গোলে জয়লাভ করে।
টানটান উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধ ১-১ গোলে সমতার পর দ্বিতীয়ার্ধে ২-২ গোলে খেলা শেষ হলে ট্রাইবেকারে গড়ায়। এ পর্যায়ে দেশী-বিদেশী খেলোয়াড় সমৃদ্ধ মানিকছড়ি উপজেলা দল ৩-২ গোলে খাগড়াছড়িকে পরাজিত করে।
কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মানিকছড়ি দলের অধিনায়ক অং মারমা।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার, প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কৃঞ্চ চন্দ্র চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি জুয়েল চাকমা।
টুর্নামেন্টে ৯টি উপজেলা দল ছাড়াও খাগড়াছড়ি পৌরসভা দল অংশ নিয়েছিল।