রাঙামা‌টি‌তে গ্রীষ্মকালীন ক্রীড়া সম্পন্ন

139
Advertisement

: স্পোর্টস রি‌পোর্টার : ‘সুস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন’ এই স্লোগানে রাঙামা‌টিতে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনাল খেলা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি রাঙামা‌টির আয়োজনে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হা‌বিব উল্লাহ খান, ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে ছাত্র ও ছাত্রীরা অংশ নেয়।