রাঙামা‌টি জেলা ক্রীড়া অ‌ফি‌সের সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

127
Advertisement

: স্পোর্টস রি‌পোর্টার : তৃনমুল পর্যা‌য়ে সাতারু সৃ‌ষ্টির ল‌ক্ষ্যে স্কুল শিক্ষার্থী‌দের অংশগ্রহ‌নে রাঙামা‌টির কাউখালী‌তে দিনব্যাপী সাঁতার প্রতি‌যোগিতা সম্পন্ন হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার কাউখালী উপজেলায় পানছড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২২-২৩ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস এ সাঁতার প্রতিযো‌গিতার আয়োজন ক‌রে।

উপ‌জেলার পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পানছড়ি উচ্চ বিদ্যালয়ের মোট ৯০ জন ক্ষুদে সাঁতারু প্রতিযোগী এতে অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পানছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নতুন জয় চাকমা সভাপতিত্বে পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক করুণাময় চাকমা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অনিল বিকাশ চাকমা, রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) মোঃ আফাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

প‌রে বিজয়ী প্রতিযোগীদের মা‌ঝে খেলার জার্সি ও পুরস্কার বিতরণ করা হয়।