
: স্পোর্টস রিপোর্টার : গ্রামীন খেলাধুলার প্রসার প্রচারে রাঙামাটির লংগদুতে দিনব্যাপী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় স্থানীয় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ও মাইনী মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি জুনিয়র বালক-বালিকা গ্রুপ ও ৯ম ও ১০ম শ্রেণি সিনিয়র বালক-বালিকা গ্রুপের ২৪ টি ইভেন্টের খেলায় মোট ১৬০ জন স্কুল শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) মোঃ আফাজ উদ্দিন এর সভাপতিত্বে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম ও মাইনী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ উক্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ওসমান গণি উক্ত খেলা অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ।