রাঙামাটি সদরের ১২তম শিরোপা লাভ

170
Advertisement
: স্পোর্টস রিপোর্টার :  রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণা‌মেন্টে চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌ছে রাঙামা‌টি সদর। র‌বিবার বি‌কেলে রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে অনু‌ষ্ঠিত ফাইনা‌লে ট্রাইবেকা‌রে ৪-৩ গো‌লে বিলাইছ‌ড়ি উপ‌জেলা‌কে পরা‌জিত ক‌রে। এটি তা‌দের ১২তম শি‌রোপা।
খেলা শে‌ষে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে বিজয়ী এবং বিজীত‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ ক‌রেন খাদ্য মন্ত্রনালয় সম্প‌র্কিত স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি দীপংকর তালুকদার, এম‌পি।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে অন্য‌দের ম‌ধ্যে রি‌জিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ মারুফ হো‌সেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।
ফাইনাল খেলায় নির্ধ ারিত সময়ে গোলশুণ্য ড্র ছিল। পরে ট্রাইবেকারে ৪-৩ গোলে বিলাইছড়িকে পরাজিত করে ১২ তম চ্যাম্পিয়নের স্বাদ নেয় রাঙামাটি সদর। টুর্ণামেন্টে সেরা গোলরক্ষক রাঙামাটি সদরের অমর মনি চাকমা, সর্বোচ্চ গোলদাতা রাঙামাটি সদরের মুন্না আসাম ও  বিলাইছড়ি উপজেলার সমরজয় তংচঙ্গ্যা সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
সদর উপজেলা নির্ব াহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এদিন মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং দলের জয়ে খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের অভিনন্দন জানান।
রাঙামা‌টি জেলা প্রশাস‌নের সহ‌যোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে জেলা প্রশাসক গোল্ডকা‌প ফুটবল টুর্ণা‌মে‌ন্টে জেলার ১০‌টি উপ‌জেলা অংশ নেয়।