Advertisement

:স্পোর্টস রিপোর্টার : রাঙামাটি জেলার বরকল উপজেলায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষন কর্মসুচি সোমবার শেষ হয়েছে। ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস এর উদ্যোগে এ প্রশিক্ষন আয়োজন করা হয়।
বরকল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুনীল কান্তি চাকমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে সুবলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উতংগ মনি চাকমা, মিতিঙ্গাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন কর্মসুচিতে বরকল উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষক ছিলেন বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আশীষ চাকমা।