রাঙামাটিতে ক্রীড়া দিবসের র‍্যালী

89
Advertisement

: স্পোর্টস রিপোর্টার : “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাঙামাটিতে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম প্রধান অতিথি হিসেবে র‌্যালীর নেতৃত্ব দেন।

র‌্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান, জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, স্কাউট কমিশনার নুরুল আবছার, রাঙামাটি ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমীর পরিচালক ওয়াশিংটন চাকমাসহ ডিস্ট্রিক্ট একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

জাতীয় ক্রীড়া দিবস একটি সরকারি দিবস যা বিশ্বের বিভিন্ন দেশে উৎযাপিত হয়ে থাকে। ক্রীড়া সচেতনতা বৃদ্ধি এবং দেশের ক্রীড়া সংস্কৃতি ও জাতীয় ক্রীড়া দলগুলোর প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে দিবসটি পালিত হয়।